কুড়িগ্রাম সংবাদদাতা : মটরসাইকেল ও বালু বোঝাই ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে কুড়িগ্রাম জেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক খায়রুল কবীর জুয়েল (৩০) নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে জুয়েল মটরসাইকেলযোগে বালাকান্দি থেকে কুড়িগ্রাম শহরে আসার পথে ফরকেরহাটের কৈকুরি এলাকায় প্রচন্ড কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটে। আহতাবস্থায় তাকে কুড়িগ্রাম সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা জুয়েলকে মৃত ঘোষণা করেন। এ সময় আহত হন তার সহযাত্রী আবু হামজেলা (২০)।

তার এই অকালমৃত্যুতে শোক জানিয়ে বিবৃতি দিয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা, ছাত্রদলের আহ্বায়ক মহিউদ্দিন জাহাঙ্গীর বিপ্লবসহ ১৮ দলের নেতৃবৃন্দ।

(দ্য রিপোর্ট/জেআইজে/এপি/আরকে/জানুয়ারি ০৭, ২০১৪)