সহিংসতার প্রতিবাদে ঢাবি শিক্ষকদের বিবৃতি
ঢাবি প্রতিবেদক : দশম জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সারাদেশে চলমান রাজনৈতিক সহিংসতার বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আওয়ামী-বাম সমর্থিত নীলদলের ৬০০ শিক্ষক।
নীলদলের আহবায়ক ড. আব্দুল আজিজ স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে মঙ্গলবার দুপুরে এ নিন্দা জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, নির্বাচন নিয়ে সারাদেশে ব্যাপক সহিংসতার ঘটনা ঘটেছে। পুড়িয়ে দেওয়া হয়েছে অনেকগুলো স্কুল। নির্বাচন পরবর্তী সময়ে বিভিন্নস্থানে সংখ্যালঘুদের উপর চালানো হয়েছে হামলা। পুড়িয়ে দেওয়া হয়েছে তাদের বাড়িঘরসহ মূল্যবান দ্রব্যাদি। হত্যা করা হয়েছে প্রিসাইডিং অফিসারসহ বেশ কয়েকজন কর্মকর্তাকে।
বিবৃতিতে শিক্ষকরা ধ্বংসযজ্ঞের সঙ্গে জড়িতদের খুঁজে বের করে অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য সরকারের প্রতি দাবি জানান।
(দ্য রিপোর্ট/জেএইচ/এমএইচও/জানুয়ারি ০৭, ২০১৪)