দ্য রিপোর্ট প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে তার বাসায় এসেছেন ঢাকায় নিযুক্ত কানাডিয়ান হাইকমিশনার হিদার ক্রুডেন। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় তিনি খালেদা জিয়ার বাসায় আসেন।

চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান দ্য রিপোর্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।

চলমান রাজনৈতিক পরিস্থিতি ও দুদেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে তারা আলোচনা করবেন বলে জানা গেছে।

এর আগে, সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত আলব্রেখট কনজে খালেদা জিয়ার সঙ্গে তার

বাসভবনে দেখা করেন।

(দ্য রিপোর্ট/এমএইচ/এমএআর/সা/জানুয়ারি ০৭, ২০১৪)