বেলকুচিতে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, আহত ৩
সিরাজগঞ্জ সংবাদদাতা : জেলার বেলকুচি উপজেলা সদরে মঙ্গলবার দুপুরে আওয়ামী লীগ ও বিএনপিকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় তিনজন আহত হয়েছেন।
আহতদের সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল ও বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি দ্য রিপোর্টকে জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। পুনরায় সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার দুপুরে বেলকুচি সদরের চন্দনগাতী ৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, পৌর যুবদলকর্মী মাসুদ রানা ও হোসেন আলী চন্দনগাতী এলাকায় নিজেদের মধ্যে আলোচনা করছিলেন। এ সময় শ্রমিক লীগের নেতা ফজলের নেতৃত্বে আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী তাদের উপর হামলা চালায়। এতে বিএনপির তিন নেতাকর্মী গুরুতর আহত হন। খবর পেয়ে বিএনপি নেতাকর্মীরা সংঘবদ্ধ হয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর হামলা চালায়।
আহতাবস্থায় এলাকাবাসী বিএনপির নেতাকর্মীদের উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল ও বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
(দ্য রিপোর্ট/আরকে/এমএইচও/ এনআই/জানুয়ারি ০৭, ২০১৪)