দ্য রিপোর্ট ডেস্ক : অ্যাসেজে হোয়াইটওয়াশের দায় স্বীকার করে নিয়েছেন ইংলিশ অধিনায়ক অ্যালিস্টার কুক। সঙ্গে ঘুরে দাঁড়ানোর অঙ্গীকার ব্যক্ত করেছেন। মঙ্গলবার তিনি বলেছেন, ‘এই পরিস্থিতি থেকে আমাদের দল ঘুরে দাঁড়াবেই। এটাই হবে আমার জন্য অধিনায়ক হিসেবে সেরা বাজি।’

তিনি আরো যোগ করেছেন, ‘এখন বিপর্যস্থ অবস্থা থেকেই ঘুরে দাঁড়াবে ইংল্যান্ড; এটাই ঐতিহ্য।’ গ্রীষ্মে ঘরের মাঠে ইংল্যান্ড প্রথমে শ্রীলঙ্কা ও তার পরে ভারতের বিপক্ষে ৫ টেস্টের সিরিজে্ খেলবে অ্যালিস্টারবাহিনী৷ ১৯৫৮ সালের পরে এই প্রথম ইংল্যান্ডে ৫ টেস্টের পূর্ণাঙ্গ সিরিজ খেলতে যাচ্ছে ভারত৷

চলতি অ্যাসেজ সিরিজে ভরাডুবির পরও ইংল্যান্ড ও ওয়েলসের ক্রিকেট বোর্ড আস্থা রেখেছে অধিনায়ক অ্যালিস্টার কুক ও কোচ অ্যান্ডি ফ্লাওয়ারের ওপর৷ অ্যালিস্টার কুক বলেছেন, ‘প্রতিটি ক্রিকেটারের এখন দেশে ফিরে নিজেকে দেখা উচিত৷ কোথায় ভুল হয়েছে বা টেকনিকে কী গলদ ছিল।’ জানিয়েছেন, একমাত্র পেসার স্টুয়ার্ট ব্রড ও অলরাউন্ডার বেন স্টোকস নিজের যোগ্যতা অনুযায়ী খেলতে পেরেছেন৷ বাকিরা নিজেদের ক্ষমতা অনুযায়ী খেলতে পারেনি৷ দল একেবারেই সমর্থকদের প্রত্যাশা পূরণ করতে পারেনি৷

কুক বলেছেন, ‘আমরা অ্যাসেজে প্রত্যাশা অনুযায়ী খেলতে না পেরে সমর্থকদের হতাশ করেছি৷ এখান থেকে ঘুরে দাঁড়ানোর কাজটা আমাদেরই শুরু করতে হবে৷ আর আমার মনে হয় কাজটা সম্ভব।’

ইংল্যান্ড কোচ অ্যান্ডি ফ্লাওয়ার এমন ফল বিপর্যয়কে দেখছেন অন্যভাবে; নিরুদ্বেগ এই জিম্বাবুইয়ান। বলেছেন, ‘এর পর ইংল্যান্ডের কোচ হিসেবে কাজ করে যাব৷’ ফ্লাওয়ারের কোচিংয়েই গত ২০১১ সালে অগস্টে টেস্ট র‌্যাঙ্কিংয়ে বিশ্বের এক নাম্বার হয়ে ওঠে ইংল্যান্ড৷ ২০১৩ সালে তার কোচিংয়েই টানা ৩ বার অ্যাসেজও জিতেছে ইংল্যান্ড৷ ফেভারিট হয়েও অস্ট্রেলিয়ায় পৌঁছে ইংল্যান্ড ০-৫ হেরেছে৷

এখন শুধু পরিকল্পনা নিয়েই ভাবছেন ফ্লাওয়ার; বলেছেন, ‘তাড়াহুড়ো না করে দেখতে হবে দল কোথায় হোঁচট খেয়েছে আর সেই অনুযায়ী পরের সিরিজগুলোর জন্য তৈরি হতে হবে।’ ক্রিকেটবোদ্ধারা ভাবতেও পারেননি ইনফর্ম ইংল্যান্ড দল অ্যাসেজে এভাবে হোয়াইটওয়াশ হবে।

(দ্য রিপোর্ট/এএস/সিজি/আরকে/জানুয়ারি ৭, ২০১৪)