পাবনা সংবাদদাতা : পাবনার ঈশ্বরদী উপজেলার মুলাডুলীতে একই সময়ে একই স্থানে ১৮ দলীয় জোট ও আওয়ামী লীগ সমাবেশ ডাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমান কুমার দাশ জানান, রবিবার হরতালের প্রথমদিন ঈশ্বরদীর মুলাডুলী শেখপাড়ায় পিকেটিং করার সময় জামায়াত-শিবিরের সঙ্গে যুবলীগ-ছাত্রলীগের সংঘর্ষে জুলহাস উদ্দিন মুন্নাফ নামের এক জামায়াত কর্মী নিহত হন।

এর প্রতিবাদে মঙ্গলবার সকাল ১১টায় মুলাডুলী শেখপাড়ায় প্রতিবাদ সভা আহ্বান করে ১৮ দলীয় জোট। অপরদিকে একই সময়ে একই স্থানে হরতালবিরোধী সমাবেশ আহ্বান করে স্থানীয় আওয়ামী লীগ।

ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানোয়ার হোসেন জানান, উদ্ভূত পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষার্থে ১৪৪ ধারা জারি করা হয়েছে। মঙ্গলবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মুলাডুলীতে সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে।

(দিরিপোর্ট২৪/ওএস/এএস/জেএম/অক্টোবর ২৯, ২০১৩)