নোয়াখালীতে গণপিটুনিতে আহত দস্যুর মৃত্যু
নোয়াখালী সংবাদদাতা : ডাকাতির প্রস্তুতিকালে জনতার গণপিটুনির ঘটনায় আহত আব্দুল মালেক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
জেলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলার হাতিয়ার নলেরচরে শুক্রবার ভূমিহীন বাজার সংলগ্ন পাতারচর এলাকায় ওই ঘটনা ঘটে।
গণপিটুনির ওই ঘটনায় চার দস্যুর মৃত্যু হয়েছে বলে জানান হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মো. ফজলে রাব্বি।
তিনি আরো জানান, নিহত আব্দুল মালেক হাতিয়ার মনু মিয়ার ছেলে। ওই ঘটনায় থানায় পৃথক দুটি মামলা করা হয়। মামলায় অজ্ঞাতপরিচয় চার-পাঁচশ জনকে আসামি করা হয়।
উল্লেখ্য, শুক্রবার বিকেলে ফারুক বাহিনীর লোকজন ভোটের প্রচারণায় এলে স্থানীয়রা তাদের ধাওয়া দিয়ে গণপিটুনি দেয়। ওই ঘটনায় ফারুক ঘটনাস্থলে নিহত হন। ওই দিন সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় কালু (৩৭) ও নূর উদ্দিনের (৩০) মৃত্যু হয়।
(দ্য রিপোর্ট/এইউ/এফএস/ এনআই/জানুয়ারি ০৭, ২০১৪)