বাণিজ্যমেলা শুরু শনিবার
পাকিস্তানী স্টলের বরাদ্দ বহাল
আমিনুল ইসলাম, দ্য রিপোর্ট : পাকিস্তানী স্টলের বরাদ্দ বহাল রেখেই শনিবার থেকে শুরু হচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওইদিন সকাল ১১টায় এ মেলার উদ্বোধন করবেন।
চলমান রাজনৈতিক সহিংস পরিস্থিতির কারণে ১০ দিন পিছিয়ে দেওয়া হয়েছিল আন্তর্জাতিক এ বাণিজ্যমেলার উদ্বোধন। এ ছাড়া কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকর করার পর পাকিস্তানের পার্লামেন্টে নিন্দা প্রস্তাব পাস করায় গণজাগরণ মঞ্চ বাণিজ্যমেলায় পাকিস্তানের স্টল বরাদ্দ বাতিলের দাবি জানিয়েছিল। কিন্ত সরকার তাদের সে দাবির প্রতি গুরুত্ব না দিয়ে পাকিস্তানের স্টল বরাদ্দ বহাল রেখেই মেলার উদ্বোধন করছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, এ পর্যন্ত মেলার মূল কাঠামো ও স্টলগুলোর কাজ প্রায় শেষ হয়েছে। মেলায় কর্মরত ইপিবির কর্মকর্তারা জানান, গতবারের চেয়ে প্রস্তুতি কোনো অংশে পিছিয়ে নেই।
এক্সপোর্ট প্রমোশন ব্যুরো (ইপিবি) সূত্র জানায়, এবারের আন্তর্জাতিক বাণিজ্যমেলায় দেশি-বিদেশি মিলে মোট ১২টি ক্যাটাগরিতে ৪৮৪টি প্যাভিলিয়ন ও স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। এগুলোর মধ্যে রয়েছে, সাধারণ প্যাভিলিয়ন ১৩টি, প্রিমিয়ার প্যাভিলিয়ন ৫৪টি, প্রিমিয়ার মিনি প্যাভিলিয়ন ৪২টি, বিদেশি প্রিমিয়ার প্যাভিলিয়ন ২০টি, বিদেশি প্রিমিয়ার মিনি প্যাভিলিয়ন ২টি, সংরক্ষিত সাধারণ প্যাভিলিয়ন ৯টি, সংরক্ষিত সাধারণ মিনি প্যাভিলিয়ন ৫টি, বিদেশী প্রিমিয়ার স্টল ১৯টি, প্রিমিয়ার স্টল ৪২টি, সাধারণ স্টল ২২৬টি, ফুড স্টল ৪২টি ও রেস্তরাঁ ১০টি।
এবার ১২টি দেশের ৩৭টি প্রতিষ্ঠান মেলায় অংশ নিচ্ছে। দেশগুলো হলো- আমেরিকা, পাকিস্তান, ভারত, মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, কোরিয়া, চীন, হংকং, ইরান, তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাত। গত বছর জাপান এলেও এবার তারা আসছে না। তবে এ তালিকায় মালয়েশিয়া যুক্ত হয়েছে।
এ বিষয়ে এক্সপোর্ট প্রমোশন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান শুভাশিষ বসু দ্য রিপোর্টকে বলেন, ইতোমধ্যেই অবকাঠামোগত সকল কার্যক্রম শেষ করা হয়েছে। গণজাগরণ মঞ্চের দাবির পরিপ্রেক্ষিতে পাকিস্থানী স্টলের বরাদ্দ বাতিল করা হয়েছে কিনা জানতে চাইলে তিনি জানান, তাদের স্টলগুলোর বরাদ্দ বাতিল করা হয়নি। আমরা এ নিয়ে সরকারের কাছে নির্দেশনা চেয়েছিলাম কিন্তু এ বিষয়ে কোন নির্দেশনা আসেনি। তাই পাকিস্তানী স্টলের বরাদ্দ বহাল রয়েছে। এ ছাড়া তাদের অনেক আগেই স্টল বরাদ্দ দেওয়া হয়েছিল। তাই এ মুহূর্তে পাকিস্তানী স্টলের বরাদ্দ বাতিল করা হবে না বলেও তিনি জানান।
প্রতিদিন মেলা সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে। শিশুরা ২০ টাকা এবং বড়রা ৩০ টাকা মূল্যের টিকিট নিয়ে মেলায় প্রবেশ করতে পারবে।
(দ্য রিপোর্ট/এআই/এসবি/এনআই/জানুয়ারি, ০৭, ২০১৪)