কুষ্টিয়া সংবাদদাতা : জেলার দৌলতপুর উপজেলার পিয়ারপুর ইউনিয়নের জগন্নাথপুর, পচামাদিয়া ও শেরপুর গ্রামের মধ্যবর্তী মাঠে মাসুদ ফকির (৩২) নামের এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

পুলিশ মঙ্গলবার বিকেল সাড়ে তিনটায় মাসুদের মৃতদেহ উদ্ধার করেছে।

ভেড়ামারা সার্কেলের সহকারী পুলিশ সুপার সিএ হালিম এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি দ্য রিপোর্টকে জানান, প্রাথমিকভাবে হত্যাকাণ্ডের কারণ খুঁজে পাওয়া যায়নি। এ ঘটনায় পুলিশ কাউকে আটক করতে পারেনি। মৃতদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতের পারিবার জানায়, সোমবার রাত নয়টার দিকে মাসুদ ফকির পঁচাভিটার নিজ বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। জগন্নাথপুর, পচামাদিয়া ও শেরপুর গ্রামের মধ্যবর্তী মাঠে মঙ্গলবার দুপুরে তার মৃতদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

পিয়ারপুর ইউনিয়নের চেয়ারম্যান জহুরুল করিম দ্য রিপোর্টকে জানান, মাসুদ ফকির কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত ছিলেন না।

(দ্য রিপোর্ট/এফএপি/এমএইচও/ এনআই/জানুয়ারি ০৭, ২০১৪)