সাঁতার না জেনেও সাগরে ৬০ ঘণ্টা!
দ্য রিপোর্ট ডেস্ক : সাঁতার না জেনেও ঝড়ো আবহাওয়ায় সাগরের জলে ৬০ ঘণ্টারও বেশি সময় কাটিয়েছেন তাইওয়ানের এক ব্যক্তি। খবর বিবিসির।
টিসেং লিয়েন-ফা (৪২) নামের ওই ব্যক্তি শুক্রবার হুয়ালিন শহরের সৈকতে অবকাশ যাপন করছিলেন। এ সময় বড় আকারের একটি ঢেউ তাকে ভাসিয়ে নিয়ে যায়। এ ঘটনার প্রায় ৬০ ঘণ্টা পরে ৭৫ কিলোমিটার দূরের আরেকটি সৈকত থেকে তাকে উদ্ধার করা হয়।
রবিবার উদ্ধারের আগ পর্যন্ত টিসেং এক টুকরা কাঠকে আঁকড়ে ধরে সাগরের জলে ভেসে ছিলেন।
চিকিৎসকরা জানিয়েছেন, তার শরীরে ডিহাইড্রেশন দেখা দিয়েছে। সমুদ্রের লোনা পানির ঘর্ষণে হাত-পায়ের আঙ্গুলের বিভিন্ন জায়গায় ঘা হয়ে গেছে।
চিকিৎসক টিয়েন-সু, জানান, টিসেংয়ের বেঁচে থাকা একটি অলৌকিক ঘটনা। কেননা একে তো সে সাঁতার জানে না, এর উপর আবার তার সঙ্গে কোনো খাবার বা পানি কিছুই ছিলো না। যা সত্যিই অবাক হওয়ার মতো ঘটনা।
তবে টিসেং জানিয়েছেন ভিন্ন কথা। তিনি বলেন, ৬০ ঘণ্টার প্রত্যেকটি মুহূর্তই তিনি ভেবেছেন, পাশ দিয়ে যাওয়া কোনো একটি জাহাজ হয়তো থাকে উদ্ধার করবে।
(দ্য রিপোর্ট/এআইএম/ এনআই/জানুয়ারি ০৭, ২০১৪)