গাজীপুরে বুধবার সকাল-সন্ধ্যা হরতাল
গাজীপুর সংবাদদাতা : বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলনকে গ্রেফতারের প্রতিবাদে বুধবার গাজীপুরে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে জেলা বিএনপি।
গাজীপুর জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক ও দফতরের দায়িত্বপ্রাপ্ত দলীয় মুখপত্র ডা. মাজহারুল আলম মণ্ডল মঙ্গলবার বিকেল পৌনে ৫টায় হরতালের আহ্বান করেন।
মৌখিক বিবৃতিতে তিনি জানান, বিনা অভিযোগে সাবেক সংসদ সদস্য ও গাজীপুর জেলা বিএনপির সভাপতি এ কে এম ফজলুল হক মিলনকে আটক করেছে পুলিশ। বিএনপির কেন্দ্রীয় নেতাসহ কারাবন্দি সকল নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি, ভোটারবিহীন দশম জাতীয় সংসদ নির্বাচন বাতিলের দাবিতে বুধবার জেলায় শান্তিপূর্ণ হরতাল পালনের আহ্বান জানানো হয়েছে।
(দ্য রিপোর্ট/এমএমএফ/এমএইচও/আরকে/জানুয়ারি ০৭, ২০১৪)