বগুড়ায় ককটেলসহ শিবির নেতা গ্রেফতার
বগুড়া সংবাদদাতা : জেলা রেলস্টেশন এলাকা থেকে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় চারটি ককটেলসহ এক শিবির নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আব্দুল বাছেদ(২৭)সরকারি শাহ সুলতান কলেজের ছাত্রশিবির নেতা বলে জানা গেছে।
বগুড়া সহকারি পুলিশ সুপার (মিডিয়া ও সদর) মো. গাজিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি দ্য রিপোর্টকে জানান, মঙ্গলবার শহরের রেলস্টেশন এলাকা থেকে গ্রেফতার শিবির নেতা আব্দুল বাছেদের কাছ থেকে ৪টি ককটেল উদ্ধার করা হয়েছে। সে শাহ সুলতান কলেজ শাখার শিবির নেতা বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়।
সদর থানার উপ-পুলিশ পরিদর্শক খোকন কুন্ডু দ্য রিপোর্টকে জানান, লালমনিরহাটগামী ১৯৮ ট্রেন মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৫টায় স্টেশনে এসে পৌঁছে। এ সময় একটি শপিং ব্যাগসহ এক যুবককে দাঁড়িয়ে থাকতে দেখে সন্দেহ হয়। পরে তাকে চ্যালেঞ্জ করে আটক করলে পাশ থেকে ২০/২২ জনের একটি দল এসে সবাইকে ঘিরে ফেলে। যুবকেরা মারপিট করে আটক যুবককে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ ঘটনায় কর্তব্যরত পুলিশ সদস্যরা কয়েক রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করলে সবাই পালিয়ে যায়। পরে আব্দুল বাছেদকে তার ব্যাগে রক্ষিত ৪টি ককটেলসহ গ্রেফতার করা হয়।
(দ্য রিপোর্ট/এমএইচ/এমএইচও/ এনআই/জানুয়ারি ০৭, ২০১৪)