জালিয়াতির অভিযোগে স্পেনের রাজকুমারীকে আদালতে তলব
দ্য রিপোর্ট ডেস্ক : কর জালিয়াতি ও অবৈধভাবে অর্জিত অর্থের উৎস গোপন করার (মানি লন্ডারিং) অভিযোগে স্পেনের রাজকুমারী ইনফান্টাকে তলব করেছে দেশটির একটি আদালত। খবর বিবিসি ও আলজাজিরার।
রাজা জুয়ান কার্লোসের (৭৬) কনিষ্ঠ কন্যা ইনফান্টা ক্রিস্টিনা (৪৮) তার স্বামী ইনাকি উরদানগারিনের ব্যবসার সঙ্গে জড়িত।
আদালতের নির্দেশ অনুযায়ী ইনফান্টাকে আগামী ৮ মার্চ আদালতে হাজির হতে হবে।
এর আগে গত বছরও মালোর্কার একটি আদালত ইনফান্টার বিরুদ্ধে সমন জারি করে। কিন্তু তখন রাজকুমারীর পক্ষে তার আইনজীবী আদালতে লড়েছিল। ওই সময়কার দেওয়া তথ্য আদালতের কাছে সম্পূর্ণ ও সন্তোষজনক না হওয়ায় তাকে আবারও তলব করা হল।
পালমা দি মালোর্কার আদালতের বিচারক ইনফান্টার স্বামী উরদানগারিনের সঙ্গে এইজন নামে একটি বেসরকারি প্রতিষ্ঠানের মালিকানা সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে চেয়েছে।
(দ্য রিপোর্ট/এসকে/আরকে/জানুয়ারি ০৭, ২০১৪)