টাঙ্গাইল সংবাদদাতা : ১৮ দলের ডাকা ৬০ ঘণ্টা হরতালের তৃতীয় দিনে টাঙ্গাইলের গোপালপুর উপজেলার পৌর এলাকায় মঙ্গলবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে।

হরতালের দ্বিতীয় দিনে সোমবার কোনাবাড়ি এলাকায় হরতাল সমর্থক ও পুলিশের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ায় বিএনপির ৪ কর্মী গুলিবিদ্ধ ও ওসিসহ (তদন্ত) ৪ পুলিশ সদস্য আহত হয়। উক্ত ঘটনায় হরতালের তৃতীয় দিনেও পরিস্থিতির অবনতি ঘটতে পারে এজন্য প্রশাসনের পক্ষ থেকে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

মঙ্গলবার ভোরে এ বিষয়ে কোনাবাড়িতে মাইকিং করা হয়েছে। গোপালপুর উপজেলা নির্বাহী অফিসার তানজিলা ইসলাম সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১৪৪ ধারা জারির বিষয়টি নিশ্চিত করেছেন।

(দিরিপোর্ট২৪/ওএস/এমএইচ/জেএম/অক্টোবর ২৯, ২০১৩)