দ্য রিপোর্ট ডেস্ক : ইরাকের ফালুজা শহর থেকে আল-কায়েদার সদস্যদের বিতারিত করার আহ্বান জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নুরে আল মালিকি। ফালুজা শহরে আল-কায়েদা বিরোধী চূড়ান্ত অভিযানের লক্ষ্যে সোমবার ফাল্লুজার অধিবাসী ও গোত্রগুলোর প্রতি তিনি এ আহ্বান জানান। খবর আলজাজিরার।

সোমবার রাষ্ট্রীয় টেলিভিশনের একটি বার্তায় নুরে আল মালিকি বলেন, ‘ফালুজার গোত্রীয় নেতাদের উচিত আল-কায়েদা বিরোধী যুদ্ধে ইরাকি যোদ্ধাদের সহযোগিতা করা।’ গত সপ্তাহে ইরাকি যোদ্ধারা ফালুজার বাইরের আনবার প্রদেশের একটি গুরুত্বপূর্ণ শহর দখল করে নেয়।

দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের একটি প্রতিবেদনে বলা হয়, ‘সশস্ত্র যুদ্ধের হাত থেকে নিজেদের রক্ষা করতে আল কায়েদা ‘সন্ত্রাসীদের’ শহর থেকে বের করে দিতে প্রধানমন্ত্রী ফালুজার গোত্রীয় নেতা ও জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন।’

তিনি বলেন, ‘আমাদের হাতে খুব বেশি দিন নেই। কেননা, যত দিন যাবে ‘সন্ত্রাসীরা’ তত বেশি শক্তিশালী হবে।’

দুই বছর আগে ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পর মলিকি সরকারের জন্য ফাল্লুজার ওপর পূর্ণ নিয়ন্ত্রণ আরোপ একটি বড় চ্যালেঞ্জ হিসেবে বিবেচিত হয়ে আসছে।

ইরাকি সেনাবাহিনী ইতোমধ্যে বাগদাদ থেকে ৬৫ কিলোমিটার পশ্চিমে অবস্থিত সুন্নি অধ্যুষিত ফাল্লুজা শহরকে ঘিরে ফেলেছে।

(দ্য রিপোর্ট/এআইএম/এসকে/আরকে/জানুয়ারি ০৭, ২০১৪)