গণগ্রেফতার করে আন্দোলন দমানো যাবে না : ফখরুল
দ্য রিপোর্ট প্রতিবেদক : হামলা-মামলা ও গণগ্রেফতার করে চলমান আন্দোলন দামনো যাবে না বলে সরকারকে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এক বিবৃতিতে মঙ্গলবার রাতে এ হুঁশিয়ারি দেন তিনি। এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, কেন্দ্রীয় নেতা নাজিম উদ্দিন আহমেদ এমপিসহ অন্যান্য নেতাদের গ্রেফতারের নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।
আটক নেতাকর্মীদের অবিলম্বে মুক্তির দাবি জানিয়ে মির্জা ফখরুল বলেন, অন্যথায় দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।
তিনি বলেন, ৫ জানুয়ারি প্রহসনের একতরফা নির্বাচনের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারের মুখোশ উন্মোচন হয়েছে।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব আরো বলেন, জনগণের আন্দোলন বৃথা যায়নি। ভবিষ্যতেও যাবে না। সংশোধন না হলে ভবিষ্যতে জনগণকে সঙ্গে নিয়ে কঠোর আন্দোলনের মাধ্যমে এই ফ্যাসিস্ট সরকারের পতন ঘটানো হবে।
(দ্য রিপোর্ট/টিএস-এমএইচ/এমএইচও/এসবি/জানুয়ারি ০৭, ২০১৪)