‘সংখ্যালঘুদের উপর হামলায় জামায়াতের সম্পৃক্ততা নেই’
দ্য রিপোর্ট প্রতিবেদক : দেশের বিভিন্ন জায়গায় সংখ্যালঘুদের উপর হামলা এবং চলমান সহিংসতা, ভাঙচুর ও জ্বালাও-পোড়াওয়ের ঘটনার সঙ্গে জামায়াতে ইসলামীর কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেছেন দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান।
এ সব ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ ও নিন্দা জানিয়ে মঙ্গলবার সন্ধ্যায় তিনি এক বিবৃতিতে দেন।
বিবৃতিতে শফিকুর রহমান বলেন, জামায়াতের সুদীর্ঘ ইতিহাসে কোনো ধরনের হিংসাত্মক, ধ্বংসাত্মক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ততা নেই।’
এদিকে অপর এক বিবৃতিতে জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মকবুল বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেনকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
(দ্য রিপোর্ট/কেএ/এসবি/জানুয়ারি ০৭, ২০১৪)