চট্টগ্রামে জামায়াত নেতা আটক
চট্টগ্রাম সংবাদদাতা : চট্টগ্রামের সৈয়দ শাহ রোড এলাকা থেকে আহমেদুল হক নামে এক জামায়াত নেতাকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দুপুর ৩টার দিকে তাকে আটক করা হয়। আটক আহমেদুল হক নগরীর ১৭নম্বর পশ্চিম বাকলিয়া ওয়ার্ডের জামায়াতের আমির।
বাকলিয়া থানার ওসি মো. মহসীন জানান, বাকলিয়ার সৈয়দ শাহ এলাকায় ঝটিকা মিছিল বের করে জামায়াত-শিবিরের কর্মীরা। এ সময় পুলিশ ধাওয়া দিয়ে আহমেদুল হককে আটক করে।
(দ্য রিপোর্ট/ কেএইচসি/এপি/এনআই/জানুয়ারি ০৭, ২০১৪)