চট্টগ্রাম সংবাদদাতা : চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় একজন এবং সন্ত্রাসীদের হাতে একজনের মৃত্যু হয়েছে।

নগর পুলিশের উপকমিশনার বাবুল আক্তার জানান, নিউ সানলাইট আশরাফ আলী মার্কেটের সামনে গ্যাসের সিলিন্ডারবাহী গাড়ি চাপায় মনির হোসেন (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকাল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত মনির হোসেন ভোলা সদর থানার উত্তর দিগলদী এলাকার কাওসার আহমদের ছেলে। গাড়িচাপায় গুরুতর আহত হলে মনিরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে তার মৃত্যু হয়।

অপরদিকে সীতাকুন্ডের ছোট কুমিরা এলাকায় এক ব্যক্তিকে হত্যা করে লাশ জঙ্গলে ফেলে যায় সন্ত্রাসীরা।

সীতাকুন্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হাসান জানান মঙ্গলবার বিকাল ৫ টার দিকে উপজেলার ছোট কুমিরায় অবস্থিত গুল আহম্মদ জুট মিলস সংলগ্ন পাহাড়ের বাগানে একটি গলিত লাশ দেখতে পায় এলাকাবাসী। বিষয়টি থানায় জানানো হলে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

(দ্য রিপোর্ট/কেএইচসি/এপি/জানুয়ারি ০৭, ২০১৪)