চট্টগ্রামে পিকআপভ্যানে আগুন, অগ্নিদগ্ধ ৩
চট্টগ্রাম সংবাদদাতা : চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলা গেইট এলাকায় গার্মেন্টস পণ্যবাহী একটি পিকআপভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় পিকআপভ্যানের চালকসহ তিনজন অগ্নিদগ্ধ হয়েছেন। মঙ্গলবার বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে।
দগ্ধ ব্যক্তিরা হলেন গাড়িচালক মো. ইউনুস (৪২), গার্মেন্টস পণ্যের মালিক রাজা মিয়া (৪১) ও মো. আলমগীর (৩০)। গার্মেন্টস পণ্যের মালিক রাজা মিয়া জানান, মঙ্গলবার সীতাকুন্ডে জামায়াত-শিবিরের কর্মীরা তার গার্মেন্টস পণ্যবাহী পিকআপ ভ্যানে (ঢাকা মেট্টো ন-১৬-৩৭৩৭) অতর্কিত হামলা চালায় এবং আগুন দেয়। এতে তারা দগ্ধ হন। স্থানীয় লোকজনসহ ফায়ার সার্ভিসের কর্মীরা এসে পিকআপভ্যানের আগুন নিয়ন্ত্রণে আনে।
সীতাকুন্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হাসান জানান, আগুন দেওয়ার ঘটনায় গাড়ি চালকসহ ৩জন দগ্ধ হয়েছে।
(দ্য রিপোর্ট/ কেএইচসি/এপি/জানুয়ারি ০৭, ২০১৪)