বগুড়ার দুপচাঁচিয়ায় যুবদলকর্মী গ্রেফতার
বগুড়া সংবাদদাতা : বগুড়ার দুপচাঁচিয়ায় বগুড়া-নওগাঁ সড়কের সিও অফিস বাসস্ট্যান্ড এলাকা থেকে পুলিশ ট্রাকে নাশকতা চালানোর সময় হারেজ নামের এক যুবদলকর্মীকে গ্রেফতার করেছে।
হারেজ উপজেলার মাসিন্দা বেলভূজা গ্রামের বাবলু মিয়া পুত্র।
দুপচাঁচিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মহসীন আলী জানান, মঙ্গলবার বিকেলে সড়কে নাশকতার চেষ্টায় যুবদলকর্মী হারেজকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
(দ্য রিপোর্ট/এএইচ/এমএআর/জানুয়ারি ০৭, ২০১৪)