ঝিনাইদহ সংবাদদাতা : ঝিনাইদহে কেরাম খেলাকে কেন্দ্র করে দুটি গ্রামের অধিবাসীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙ্গা বাজারে মঙ্গলবার রাত ৯টার দিকে এই সংঘর্ষে কমপক্ষে ৭ জন আহত হয়েছেন।

পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এ সময় ১০ থেকে ১২ রাউন্ড গুলি ছোড়ে। পুলিশের গুলিতে তৈলকূপ গ্রামের রিপন (২২), হামিদুল ইসলামসহ (৩০) কমপক্ষে ৭ জন আহত হয়েছে।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার দ্য রিপোর্টকে জানান, মঙ্গলবার সন্ধ্যার পর নলডাঙ্গা বাজারে কেরাম খেলা নিয়ে খেদাপাড়া ও তৈলকূপ গ্রামের লোকজনের মধ্যে বিবাদ শুরু হয়। এরপর রাত নয়টার দিকে উভয় গ্রামের লোকজন লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলি চালালে ৭ জন আহত হয় বলেও জানান তিনি।

(দ্য রিপোর্ট/টিএম/এমএইচও/এসকে/জানুয়ারি ০৭, ২০১৪)