কক্সবাজার সংবাদদাতা : কক্সবাজার সরকারি কলেজ শিবিরের সভাপতি লোকমান হামিককে (২৮) গ্রেফতার করেছে কক্সবাজার জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

কক্সবাজার বাস টার্মিনাল এলাকা থেকে মঙ্গলবার বিকেল ৪টার দিকে তাকে গ্রেফতার করা হয়।

ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি দ্য রিপোর্টকে জানান, কক্সবাজারে বিভিন্ন সময় সংঘটিত নাশকতার ঘটনায় জড়িত থাকায় লোকমান হাকিমকে গ্রেফতার করা হয়েছে।

লোকমানের বিরুদ্ধে থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে।

(দ্য রিপোর্ট/এসএএম/এমএইচও/জানুয়ারি ০৭, ২০১৪)