গাজীপুর সংবাদদাতা : গাজীপুরের শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর গঠিত টাস্কফোর্সের বিশেষ অভিযানে ৪২ কেজি গাঁজাসহ মা ও মেয়েকে আটক করা হয়েছে।

শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের বেলদিয়া গ্রামে মঙ্গলবার সন্ধ্যায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- বেলদিয়া গ্রামের আ. রশিদ খানের দ্বিতীয় স্ত্রী লিমা আক্তার (২৫) ও প্রথম স্ত্রীর মেয়ে সোনিয়া আক্তার (২৩)। এ ঘটনায় পালিয়ে যায় আ. রশিদ।

টাস্কফোর্স সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর গাজীপুর সার্কেল শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার আজিজ হায়দার ভূইয়ার নেতৃত্বে গঠিত টাস্কফোর্স কাওরাইদ ইউনিয়নের বেলদিয়া গ্রামের আ. রশিদের বাড়িতে অভিযান চালায়। অভিযানে রশিদের বাসা থেকে ৩ কেজি করে লাল কাগজে মোড়ানো ১৪টি প্যাকেটে মোট ৪২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর গাজীপুর সার্কেলের পরিদর্শক দেওয়ান মো. জিল্লুর রহমান অভিযানের সত্যতা নিশ্চিত করে দ্য রিপোর্টকে জানান, এ বিষয়ে শ্রীপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

(দ্য রিপোর্ট/এমএএফ/এমএইচও/জানুয়ারি ০৭, ২০১৪)