মুন্সীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু
মুন্সীগঞ্জ সংবাদদাতা : মুন্সীগঞ্জ সদর উপজেলার মাকহাটি এলাকায় একটি কোল্ডস্টোরেজের ভেতর বিদ্যুৎস্পৃষ্টে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো দুই নির্মাণ শ্রমিক আহত হয়েছেন।
সদরের চরাঞ্চল মাকহাটি ইকরাম কোল্ডস্টোরেজে মঙ্গলবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত নির্মাণ শ্রমিকের নাম নাজিম উদ্দিন (২২)। সে শেরপুর জেলার ডোবারচর গ্রামের নুরু মিয়ার ছেলে।
বিদ্যুৎস্পৃষ্টে আহত দুই নির্মাণ শ্রমিক হলেন- মো. সানোয়ার মিয়া (১৯) ও মো. সানি (৩০)।
তাদের মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাপসাতালের জরুরি বিভাগে চিকিৎসক রহমান মোস্তাফিজ দ্য রিপোর্টকে জানান, ইকরাম কোল্ডস্টোরেজে বহুতল ভবন নির্মাণে পাইলিংয়ের কাজ চলছিল। এ সময় আকস্মিক বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন তিন নির্মাণ শ্রমিক। ঘটনাস্থলেই একজন মারা যান।
(দ্য রিপোর্ট/এমএস/এমএইচও/জানুয়ারি ০৭, ২০১৪)