রূপগঞ্জে স্কুলছাত্রীর মৃতদেহ উদ্ধার
নারায়ণগঞ্জ সংবাদদাতা : নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জের তারাব এলাকা থেকে সুইটি নামের এক স্কুলছাত্রীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান দ্য রিপোর্টকে জানান, রহস্যজনক মৃত্যুর সংবাদ পেয়ে পুলিশ মঙ্গলবার রাত ৯টায় সুইটির বাড়িতে যায়। এ সময় নিজ ঘর থেকে তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়।
ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানান তিনি।
বরপা বাগান বাড়ির নুর ইসলামের মেয়ে সুইটি স্থানীয় নুরউদ্দিন উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী ছিলেন।
(দ্য রিপোর্ট/এআর/এমএইচও/জানুয়ারি ০৭, ২০১৪)