চট্টগ্রাম সংবাদদাতা : চট্টগ্রামে নগরীর পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) উপর হামলা চালিয়েছে ১৮ দলের কর্মীরা। নগরীর সাগরিকা এলাকায় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে এ হামলা করা হয়। এ সময় ওসির গাড়ি লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়। পুলিশ পাল্টাগুলি ছুঁড়লে এক যুবদলকর্মী গুলিবিদ্ধ হয়। হামলায় ওসি বেঁচে গেলেও আহত হন করিম নামের এক কনস্টেবল।

পাহাড়তলী থানার ওসি আজিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে দ্য রিপোর্টকে বলেন, হরতালে নাশকতা ঠেকাতে নগরীর সাগরিকা এলাকায় আমার নেতৃত্বে টহল দিচ্ছিল পুলিশের দুটি টহল টিম। এ সময় আমাদের গাড়িবহর সাগরিকা মোড়ের অদূরে কলকা সিএনজি স্টেশনের কাছাকাছি পৌঁছালে লোহারপুলের দিক থেকে ২০-৩০ জন ১৮ দলের নেতাকর্মী দা, কিরিচ ও পেট্রোল বোমা নিয়ে হামলা করে। তারা আমার (ওসি) গাড়ি লক্ষ্য করে পেট্রোল বোমা ছুঁড়ে মারলে সেটি লক্ষ্যভ্রষ্ট হয়ে রাস্তায় পড়ে আগুন ধরে যায়। এ সময় পুলিশ গুলি ছুঁড়তে বাধ্য হয়। এতে আরাফাত নামে এক যুবদলকর্মী আহত হন।

এ সময় আরাফাতকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করে চমেক হাসপাতালে ভর্তি করা হয় বলে তিনি জানান। পরে ওই এলাকায় তল্লাশী চালিয়ে পুলিশ চারজনকে আটক করে।

(দ্য রিপোর্ট/কেএইচএস/এমএইচও/এপি/জানুয়ারি ০৭, ২০১৪)