পাঁচবিবিতে ট্রেনে ভাঙচুর ও আগুন
জয়পুরহাট সংবাদদাতা : জয়পুরহাটের পাঁচবিবি রেলস্টেশনে পার্বতীপুর থেকে রাজশাহীগামী উত্তরা এক্সপ্রেস মেইল ট্রেনে ভাঙচুর করেছে হরতাল ও অবরোধ সমর্থকরা। এ সময় তারা পেট্রোলবোমা নিক্ষেপ করে ট্রেনের কিছু অংশে আগুন ধরিয়ে দেয়।
পাঁচবিবি রেলস্টেশন মাস্টার সন্তোষ কুমার সরকার দ্য রিপোর্টকে জানান, স্টেশন ছাড়ার পর হরতাল সমর্থকরা ট্রেনটি লক্ষ্য করে পেট্রোলবোমা নিক্ষেপ করে। এ সময় তারা ইটপাটকেল ছুড়ে ট্রেনের কয়েকটি বগির জানালার গ্লাস ভেঙে দেয়। পরে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।
তিনি জানান, এসব হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) ফরিদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পাঁচবিবি রেলগেট এলাকায় ট্রেন ভাঙচুর করা হচ্ছে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ যায়। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে ট্রেন চলাচল স্বাভাবিক করে পুলিশ সদস্যরা।
এর আগে জয়পুরহাট শহরে হরতালের সমর্থনে জেলা বিএনপি সভাপতি মোজাহার আলী প্রধান এমপি ও সাধারণ সম্পাদক ফজলুর রহমানের নেতৃত্বে স্থানীয় ১৮ দলীয় জোট শহরের প্রধান সড়কে মিছিল করে।
(দ্য রিপোর্ট/এএএম/এআইএম/এএস/জানুয়ারি ৮, ২০১৪)