পাবনা-কুষ্টিয়া মহাসড়কে কাভার্ড ভ্যানে আগুন ও ট্রাক ভাঙচুর
পাবনা সংবাদদাতা : পাবনা-কুষ্টিয়া মহাসড়কের রূপপুর মুন্নার মোড়ে কয়েকটি ট্রাক ভাঙচুর ও এসএ পরিবহনের একটি কাভার্ড ভ্যানে আগুন দেয় হরতাল সমর্থকরা। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিমান কুমার দাস দ্য রিপোর্টকে বলেন, মঙ্গলবার রাতে হরতাল সমর্থকরা রাতে পাবনা-কুষ্টিয়া মহাসড়কের ঈশ্বরদী উপজেলার মুন্নার মোড়ে ৪-৫টি ট্রাক ভাঙচুর করে। এ সময় এসএ পরিবহনের একটি ডাকবাহী কাভার্ড ভ্যানে হামলা চালিয়ে ভাঙচুর শেষে আগুন ধরিয়ে দেয়। এতে কাভার্ড ভ্যানটির আংশিক পুড়ে যায়। স্থানীয়রা পরে আগুন নিভিয়ে ফেলে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে ওই এলাকা স্বাভাবিক রয়েছে বলেও তিনি জানান।
(দ্য রিপোর্ট/এমআর/এএস/জানুয়ারি ৮, ২০১৪)