লালমনিরহাটে আ.লীগ নেতাকে কুপিয়ে জখম
লালমনিরহাট সংবাদদাতা : লালমনিরহাটে ভোট দেওয়ার কারণে রফিকুল ইসলাম (৪৫) নামে এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে মারাত্মক আহত করেছে বিএনপিকর্মীরা। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর বুড়ির বাজারে এ ঘটনা ঘটে।
আহত রফিকুল ইসলাম উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের সাতপাটকী গ্রামের অহেল উদ্দিনের ছেলে এবং ওই ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।
প্রত্যক্ষদর্শীরা জানান, আহত আওয়ামী লীগ নেতা রফিকুল স্থানীয় বুড়ির বাজারে এলে ভোট দেওয়ার জের ধরে বিএনপিকর্মীদরা তাকে আক্রমণ করে। এক পর্যায়ে বিএনপিকর্মীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক আহত করে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা রফিকুল ইসলামকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জমির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
(দ্য রিপোর্ট/এনএইচ/এএস/জানুয়ারি ৮, ২০১৪)