কলকাতা প্রতিনিধি : লোকসভা ভোটের আগে রণকৌশল স্থির করতে জরুরি বৈঠকে ‘টিম রাহুল’। রাহুল গান্ধীর দিল্লির বাসভবনে এই বৈঠক মঙ্গলবার সন্ধ্যায় হয়েছে।

সূত্রের খবর, রাহুলের বাড়িতে বৈঠক হলেও,উপস্থিত ছিলেন না স্বয়ং রাহুল গান্ধী। দলের বর্ষীয়ান নেতাদের পাশাপাশি প্রিয়াঙ্কা গান্ধীও এই বৈঠকে উপস্থিত ছিলেন। প্রিয়াঙ্কা ছাড়াও বৈঠকে ছিলেন সোনিয়ার সেক্রেটারি আহমেদ প্যাটেল, কেন্দ্রীয়মন্ত্রী জয়রাম রমেশ। কংগ্রেসের শীর্ষ নেতা জনার্দন দ্রিবেদি। ছিলেনঅন্যরাও।
শোনা যাচ্ছে সাংগঠনিক ক্ষেত্রে বড়সড় রদবদলের পথে হাঁটতে চলেছে কংগ্রেস৷
আগামী জানুয়ারির ১৭ তারিখ এআইসিসির বৈঠকের আগে মঙ্গলবারের বৈঠকখুবই গুরুত্বপূর্ণ এমনটা মানছে রাজনৈতিক মহল। এআইসিসির বৈঠকেই রাহুলেরপ্রধানমন্ত্রী প্রার্থী হওয়ার কথা চূড়ান্ত করা হবে বলে মনে করা হচ্ছে।

(দ্য রিপোর্ট/এমএইচ/এএস/জানুয়ারি ৮, ২০১৪)