পঞ্চগড় সংবাদদাতা : পঞ্চগড়ে ফেনসিডিলসহ ডিবি পুলিশ মাদক ব্যবসায়ী মেহেদী হাসান বাবুকে আটক করেছে। মঙ্গলবার রাত ১০টার দিকে তাকে আটক করা হয়।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, পঞ্চগড় সদর উপজেলার ঘাটিয়াপাড়া গ্রামে ডিবি পুলিশ অভিযান চালিয়ে ফেনসিডিলসহ হাতেনাতে বাবুকে আটক করে। ডিবি পুলিশের এসআই নূরনবী, কনস্টেবল লুৎফর ও বদরুল ইসলাম অভিযানে নেতৃত্ব দেন।

জানা গেছে, মেহেদী হাসান বাবু দীর্ঘদিন থেকে পঞ্চগড় সদরসহ নিজ এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিল। রাত ১০টার সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

(দ্য রিপোর্ট/এলআর/এএস/জানুয়ারি ৮, ২০১৪)