পরীবাগে পেট্রোলবোমায় দগ্ধ ২ জনের মৃত্যু
দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর পরীবাগে বাসে পেট্রোলবোমা নিক্ষেপের ঘটনায় বুধবার সকাল ১০টায় আরও একজন মারা গেছে। এ নিয়ে এ ঘটনায় এখন পর্যন্ত ২ জন মারা গেলেন।
পরীবাগে ৩ জানুয়ারি ভোর সাড়ে ৬টার দিকে গুলিস্তানগামী ৩ নম্বর বাসে পেট্রোলবোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে চালকসহ ৩ জন আহত হন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শাহীনা আখতার (৪০) মঙ্গলবার রাত পৌনে ২টার সময় মারা যান। ৮ ঘণ্টা পর বুধবার সকাল ১০টায় চিকিৎসাধীন অবস্থায় ওই ঘটনায় দগ্ধ ফরিদ মিয়া (৬০) মারা যান।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের আইসিইউর প্রধান সহযোগী অধ্যাপক ডা. শাহ আলম ভূঁইয়া শাহীনা ও ফরিদের মৃত্যু নিশ্চিত করেছেন।
নিহত শহীনার স্বামীর নাম ফকরুজ্জামান। বাড়ি খুলনা সদরের টুটপাড়া জোড়াকলে। তিনি খুলনাতেই অ্যালিকো ইন্স্যুরেন্সে অফিস এক্সিকিউটিভ হিসেবে কাজ করতেন।
নিহতের বড়ভাই রুহুল আমিন দ্য রিপোর্টকে জানান, প্রতি মাসে তাকে অফিসের কাজে একবার ঢাকায় আসতে হতো। ঘটনার তিন-চারদিন আগেও তাকে অফিসের কাজে ঢাকায় আসতে হয়। এবার তিনি খালাতো বোন শাহীনা ইসলামের ক্যান্টনমেন্ট শান্তিনিবাসের বাসায় ওঠেন।
৩ জানুয়ারি তিনি খুলনা যাওয়ার উদ্দেশে গুলিস্তানে যাচ্ছিলেন। বাসটি পরিবাগে এলে দুর্বৃত্তরা পেট্রোলবোমা নিক্ষেপ করে। এতে তিনি গুরুতর আহত হন। তার শরীরের ৬৪ শতাংশ পুড়ে গিয়েছিল।
মৃত কালা গাজী ব্যাপারীর ছেলে ফরিদ। তার গ্রামের বাড়ি নরসিংদী জেলার বেলাবো থানার হোসেন নগর গ্রামে। ঢাকায় উত্তর মানিকদি বালুর ঘাট ক্যন্টনম্যান্ট এলাকায় ফলের ব্যবসা করতো। তার ছেলে মোহাম্মদ স্বপন জানায়, ওই ঘটনার দিন বাসে করে সে গুলিস্তানে যাচ্ছিলো ফল কিনতে।
তার শরীরের ৪৮ শতাংশ পুড়ে গিয়েছিল।
(দ্য রিপোর্ট/এসআর/এমসি/জানুয়ারি ০৮, ২০১৪)