মানিকগঞ্জ সংবাদদাতা : বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলের হরতাল-অবরোধ কর্মসূচি চলাকালে দূর্বৃত্তরা মঙ্গলবার রাতে মানিকগঞ্জের শিবালয় উপজেলার চারিপাড়া গ্রামে থেমে থাকা একটি ট্রাকে আগুন দেয়। এতে ট্রাকটির সামনের অংশ পুড়ে গেলেও কেউ হতাহত হয়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাটি বহনকারী ওই ট্রাকটি (ঢাকা ট ১০৫৬) প্রতিদিনের মতো মঙ্গলবার সন্ধ্যার পর ওই এলাকায় চালকের বাড়ির পাশে রাখা ছিল। ১০টার দিকে দূর্বৃত্তরা ট্রাকটিতে পেট্রল ঢেলে আগুন দেয়। এ সময় স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ‘পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে। হরতাল-অবরোধকারীরা ট্রাকটিতে আগুন দিয়েছে। পুলিশ তাদের আটকের চেষ্টা করছে।’ এ ঘটনায় থানায় মামলার প্রক্রিয়া চলছে বলে জানান ওসি।

(দ্য রিপোর্ট/এনইউএস/এমসি/জানুয়ারি ০৭, ২০১৪)