দ্য রিপোর্ট ডেস্ক : ভারতের মহারাষ্ট্রের থানে জেলায় একটি ট্রেনে আগুন লেগে কমপক্ষে নয় যাত্রী নিহত হয়েছেন।

দাহানু রোড রেলওয়ে স্টেশনের কাছে বান্দ্রা-দেহরাদুন এক্সপ্রেসে মঙ্গলবার রাত দুইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। ট্রেনটির তিনটি কামরায় আগুন ধরে যায়। আগুন লাগার সময় অধিকাংশ যাত্রীই ঘুমাচ্ছিলেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

কর্তৃপক্ষ জানায়, উদ্ধারকর্মী ও দমকল বাহিনীর কর্মীরা উদ্ধার কাজ চালাচ্ছে। ট্রেনটিকে গোলভাদ রেলওয়ে স্টেশনে আনা হয়েছে। অগ্নিদগ্ধ বগি তিনটি আলাদা করা হচ্ছে। ট্রেনের বাকি অংশ দেহরাদুনে পাঠানো হবে। সূত্র: এনডিটিভি।

(দ্য রিপোর্ট/কেএন/জেএম/জানুয়ারি ০৮, ২০১৪)