সিরাজগঞ্জে ট্রাকে বোমা হামলায় আরো একজনের মৃত্যু
সিরাজগঞ্জ সংবাদদাতা : বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়কের হোড়গাঁতীতে ট্রাকে অবরোধকারীদের ছোড়া পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় আরো একজন নিহত হয়েছেন। পুলিশ বুধবার সকালে আগুনে পোড়া ট্রাক সরিয়ে যুবকের লাশ উদ্ধার করে। তবে তার পরিচয় পাওয়া যায়নি।
এখন পর্যন্ত এ ঘটনায় ২ জন নিহত হয়েছেন। আহত অপর ২ জনকে আশংকাজনক অবস্থায় বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ ১০ জামায়াত-শিবিরের নেতাকর্মীকে আটক করেছে।
উল্লেখ্য, মঙ্গলবার রাতে একটি সবজি বোঝাই ট্রাক উত্তরবঙ্গ থেকে ঢাকা যাচ্ছিলো। রাত ৮টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগে সড়কের হোড়গাতী এলাকায় পৌঁছলে অবরোধকারীরা তাতে পেট্রোল বোমা ছোড়ে মারে। এতে ট্রাকটিতে আগুন ধরে যায়। মুহুর্তের মধ্যে আগুন পুরো ট্রাকে ছড়িয়ে পড়লে ঘটনাস্থলেই বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার গনেশপুর গ্রামের সবজি ব্যবসায়ী মিলন নিহত ও অপর ২ জন অগ্নিদগ্ধ হন। বুধবার সকালে আরো একজনের লাশ উদ্ধার করা হয়।
(দ্য রিপোর্ট/আরকে/এমসি/জানুয়ারি ০৭, ২০১৪)