সাবেক মিস ভেনিজুয়েলা মনিকা স্পেয়ারকে গুলি করে হত্যা
দ্য রিপোর্ট ডেস্ক : সাবেক মিস ভেনিজুয়েলা মনিকা স্পেয়ার ও তার ব্রিটিশ বংশোদ্ভূত স্বামী টমাস হেনরি বেরিকে গুলি করে হত্যা করেছে বন্দুকধারী একদল ডাকাত। এ সময় ডাকাতের গুলিতে তাদের পাঁচ বছরের মেয়ে আহত হয়।
দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের ভ্যালেনসিয়া থেকে পুরেতো যাওয়ার পথে একটি মহাসড়কে সোমবার এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। গাড়ি থামিয়ে ডাকাতির চেষ্টা ব্যর্থ হলে তাদের হত্যা করা বলে ধারণা করছে পুলিশ।
এ হত্যাকাণ্ডের ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।
২০০৪ সালে মিস ভেনিজুয়েলা নির্বাচিত হন মনিকা। তিনি সোপ অপেরা শিল্পী ছিলেন। মনিকা তার স্বামী-সন্তানসহ যুক্তরাষ্ট্রে বসবাস করতেন। সম্প্রতি ছুটি কাটাতে তারা ভেনিজুয়েলায় এসেছিলেন। সূত্র: বিবিসি।
(দ্য রিপোর্ট/কেএন/জেএম/জানুয়ারি ০৮, ২০১৪)