মার্কিন সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪
দ্য রিপোর্ট ডেস্ক : ইংল্যান্ডের পশ্চিমাঞ্চলে মার্কিন সামরিক বাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চারজন নিহত হয়েছেন। ‘নিচু দিয়ে ওড়া’ প্রশিক্ষণের সময় এ দুর্ঘটনা ঘটে বলে সামরিক কর্তৃপক্ষ জানিয়েছে।
বিমান বাহিনীর ৪৮তম ফাইটার উইংস এক বিবৃতিতে জানিয়েছে, সল্টহাউসের কাছে নরফ্লোক উপকূলে মার্কিন বিমান বাহিনীর এইচএইচ-৬০জি প্যাভ হাউয়াক হেলিকপ্টারটি মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা ছয়টার দিকে বিধ্বস্ত হয়েছে।
মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা এই দুর্ঘটনায় চারজন বিমানবাহিনীর সদস্যের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
৪৮তম ফাইটার উইংসের রেসপন্স টিম ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনা কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে।
নিহতদের পরিচয় ও দুর্ঘটনার কারণ সম্পর্কে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে বলে নরফ্লোক পুলিশ জানিয়েছে। সূত্র: বিবিসি।
(দ্য রিপোর্ট/কেএন/জেএম/জানুয়ারি ০৮, ২০১৪)