হরতাল ও অবরোধের সমর্থনে বুধবার সকালে রাজশাহী মহানগরীর রেলগেট থেকে মিছিল বের করে জাতীয়তাবাদী মহিলা দল। এতে নেতৃত্ব দেন মহানগর মহিলা দলের আহ্বায়ক নাজমা বেগম। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ কামারুজ্জামান চত্তরে পৌঁছালে পুলিশ জলকামান ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

এদিকে নগরীর লক্ষীপুর জিপিওর সামনে ছাত্রশিবিরকর্মীরা রাস্তায় আগুন দিয়ে বিক্ষোভ করেছে। এ সময় তারা একটি ককটেলের বিস্ফোরণ ঘটায় এবং পুলিশ আসার আগেই তারা পালিয়ে যায়। অন্যদিকে লক্ষীপুর এলাকায় রাজপাড়া থানা বিএনপি হরতালের সমর্থনে মিছিল করেছে।

রাজশাহী মহানগরীতে হরতাল ও অবরোধের কারণে ভারী যানবাহন চলাচল বন্ধ রয়েছে। সহিংসতার আশঙ্কায় ব্যবসা প্রতিষ্ঠানও রয়েছে বন্ধ। তবে সিডিউল বিপর্যয়ের মধ্য দিয়ে রাজশাহী থেকে রাজধানী ঢাকাসহ বিভিন্ন রুটের ট্রেন চলাচল করছে। এছাড়া রিকশা, অটোরিকশা, মটোরসাইকেল চলাচল স্বাভাবিক রয়েছে। রাজশাহীর উপ-পুলিশ কমিশনার তানভীর হায়দার চৌধুরী বলেন, ‘হরতাল চলাকালে কোথাও কোন নাশকতার ঘটনা ঘটেনি। নাশকতা রোধে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ ও র‌্যাব মোতায়েন করা হয়েছে।’

(দ্য রিপোর্ট/এএইচজে/এমসি/জানুয়ারি ০৮, ২০১৪)