পাবনা সংবাদদাতা : পাবনা সদর উপজেলার বিভিন্ন স্থান থেকে যৌথবাহিনীর অভিযানে আটক ১৮ বিএনপি-জামায়াত নেতাকর্মীকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার সন্ধ্যায় আটকের পর রাত ১১টার দিকে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার সিদ্দিকুর রহমান বুধবার সকাল ১০টায় বলেন, ‘জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুকুল কুমার মৈত্র ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোলাইমান হোসেন আটক ১৮ জনের মধ্যে ১৬ জনকে দুই মাস এবং বাকি ২ জনকে ৬ মাসের কারাদণ্ড ও ৩ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ডের নির্দেশ দেন।’

সকালে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে। এদিকে যৌথবাহিনীর অভিযানের পরে পাবনা-ঢাকা মহাসড়কের মধুপুর বাজারে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে রাতে পাবনা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা হচ্ছেন, সিনজেন্টার ডিলার একে ট্রেডার্সের তিনটি শোরুম ও গোডাউন, শাপলা ষ্টোর এবং শহীদের দোকান। আগুনে অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দাবি করেছেন।

(দ্য রিপোর্ট/এসআর/এএল/জানুয়ারি ৮, ২০১৪)