চট্টগ্রাম সংবাদদাতা : চট্টগ্রামে টেক্সটাইল মোড় এলাকায় বাসচাপায় সুমী আকতার (১৯) নামে এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন। বুধবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।

নগর পুলিশের উপ-কমিশনার বাবুল আক্তার জানান, কাজে যাওয়ার সময় টেক্সটাইল মোড় এলাকায় বিপরীত দিক থেকে আসা বাসচাপায় গুরুতর আহত হয় সুমী আকতার। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত সুমী কুমিল্লা জেলার নবীনগর থানার বিটঘর ইউনিয়নের বাসিন্দা জাহঙ্গীর আলমের মেয়ে।

(দ্য রিপোর্ট/কেএইচ/এমসি/এএল/জানুয়ারি ৮, ২০১৪)