দ্য রিপোর্ট প্রতিবেদক : ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার বেনজির আহমেদ বলেছেন, ‘এ’ লেভেল ‘ও’ লেভেল পরীক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করবে ডিএমপি।

ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে বুধবার দুপুর ১২টায় এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, মঙ্গলবার থেকে ‘এ’ লেভেল ‘ও’ লেভেল পরীক্ষা শুরু হয়েছে। আজও (বুধবার) একটি পরীক্ষা ছিল কিন্তু হরতালের কারণে সন্ধ্যায় অনুষ্ঠিত হবে। সারাদেশে ৫৫০টি স্কুল পুড়িয়ে দেওয়া হয়েছে। এতে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম অনিশ্চয়তার দিকে ধাবিত হচ্ছে। রাজধানী ঢাকায় ‘এ’ লেভেল ‘ও’ লেভেল যত পরীক্ষার্থী আছে তারা চাইলে সবার নিরাপত্তা দেবে ডিএমপি। এ জন্য তাদের অতিরিক্ত কোনো ব্যয় বহন করতে হবে না। শুধু থানায় গিয়ে জানাতে হবে।

কমিশনার আরও বলেন, ঢাকায় ‘এ’ এবং ‘ও’ লেভেল পরীক্ষার ৮টি কেন্দ্র রয়েছে। কেন্দ্রসহ আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

(দ্য রিপোর্ট/কেজেএন/এফএস/জেএম/জানুয়ারি ৮, ২০১৪)