যশোরে আটক ৬১
যশোর সংবাদদাতা : যশোরে পুলিশের বিশেষ অভিযানে জামায়াত-বিএনপির ৬১ জন নেতাকর্মীকে আটক করা হয়েছে।
যশোরের এএসপি রেশমা শারমীন জানান, মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে যশোরের বিভিন্ন এলাকা থেকে জামায়াত-বিএনপির ৬১ নেতাকর্মীকে আটক করা হয়েছে। এদের মধ্যে অভয়নগরের চাপাতলা তাণ্ডবের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১২ জনকে আটক করা হয়েছে।
তিনি জানান, বিভিন্ন এলাকায় আটককৃতদের মধ্যে জামায়াতের ২৫ এবং বিএনপির ১৪ জন রয়েছেন।
(দ্য রিপোর্ট/জেএম/এমসি/শাহ/জানুয়ারি ৮, ২০১৪)