‘রাজনীতির স্বার্থেই এরশাদ নির্বাচন করেছেন’
দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজনীতির স্বার্থেই এরশাদ নির্বাচন করেছেন বলে দাবি করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।
দলীয় সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদকদের সঙ্গে মতবিনিময় সভায় বুধবার সকালে এ কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, ‘যারা সংখ্যালঘুদের নির্যাতনে উস্কানি দিচ্ছে তাদের খেয়াল রাখতে হবে এই উস্কানির ফলে প্রতিবেশী দেশে যেন সংখ্যালঘুদের জীবন বিপন্ন না হয়।’
তিনি বলেন, ‘সহিংসতার মধ্যদিয়ে দশম জাতীয় সংসদ নির্বাচন হয়েছে। এখন আমাদের প্রতিকূলতার মধ্যদিয়ে চলতে হচ্ছে। বাতাসে ষড়যন্ত্রের গন্ধ, আগুনে পুড়ছে মানুষ, অঙ্গার হচ্ছে মানুষ। জঙ্গিবাদের কাছে দেশ জিম্মি এখন। এরই ধারাবাহিকতায় যশোর-দিনাজপুর-সাতক্ষীরায় সংখ্যালঘুদের ওপর নির্যাতন করা হচ্ছে। এর জন্য রাজনীতিবিদদের লজ্জিত হওয়া উচিত।’
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এ সদস্য বলেন, ‘সংখ্যালঘুদের নির্যাতনের মুখে রেখে যারা মন্ত্রিত্বের জন্য ঢাকায় এসে লবিং (তদবির) করছেন, তাদেরও চিহ্নিত করা হবে।’
রাজনীতির স্বার্থেই এরশাদ নির্বাচন করেছেন বলে দাবি করেন তিনি। এ ছাড়া জাতীয় পার্টি বিরোধী দলের আসনে অবস্থান নেবে বলেও আশা প্রকাশ করেন ওবায়দুল কাদের।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ডা. দীপু মনি, জাহাঙ্গীর কবির নানক, দফতর সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ ও আওয়ামী লীগের উপ-কমিটির নবনির্বাচিত সহ-সম্পাদকবৃন্দ।
(দ্য রিপোর্ট/এইউএ/এনডিএস/শাহ/জানুয়ারি ৮, ২০১৪)