দ্য রিপোর্ট প্রতিবেদক: সাম্প্রতিক সময়ে অস্বাভাবিকহারে শেয়ার দর বাড়ার কারণ নেই বলে জানিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত এপেক্স এডেলকি এবং মেঘনা পেট ইন্ডাষ্ট্রিজ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

অস্বাভাবিকহারে শেয়ার দর বাড়ার কারণ জানতে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) দেওয়া নোটিশের জবাবে এ দুই কোম্পানির পক্ষ থেকে বুধবার দর বাড়ার কারণ নেই বলে জানানো হয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, একদিনের মূল্য সংশোধন ব্যতীত গত তিন কার্যদিবস ধরে বাড়ছে এপেক্স এডেলকির শেয়ার দর। আলোচ্য সময়ে এর দর বেড়েছে ২০ শতাংশ বা ৭৯ টাকা। গত ৩০ ডিসেম্বর শেয়ারটি ৪১০ টাকায় লেনদেন হলেও মঙ্গলবার তা ৪৮৯ টাকায় লেনদেন হয়।

বুধবার দুপুর এ শেয়ারের দর আগের দিনের চেয়ে ০.৯ টাকা বেড়ে ৪৯০ টাকায় লেনদেন হয়।

এদিকে, মেঘনা পেট ইন্ডাষ্ট্রিজের শেয়ার দর গত চার কার্যদিবস ধরে একটানা বাড়ছে। আলোচ্য সময়ে শেয়ারটির দর ৩৩ শতাংশ বা ২.২ টাকা বেড়েছে।

(দ্য রিপোর্ট/ডব্লিউএন/জানুয়ারি ৮, ২০১৪)