দ্য রিপোর্ট প্রতিবেদক : ‘বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যানকে গ্রেফতার আইনের শাসনকে ভূলুণ্ঠিত করার এক অপচেষ্টা মাত্র’ বলে মন্তব্য করেছেন সুপ্রিমকোর্ট বারের সভাপতি এজে মোহাম্মদ আলী।

বাংলাদেশ বার কাউন্সিল আয়োজিত বুধবার এক সংবাদ সম্মেলনে সংগঠনের নির্বাহী কমিটির চেয়ারম্যান ও সুপ্রিমকোর্ট বারের সভাপতি এ কথা বলেন।

বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ও খালেদা জিয়ার উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেনের মুক্তি না হওয়া পর্যন্ত দেশের সব আইনজীবী সমিতিকে প্রতিদিন প্রতিবাদ সমাবেশ করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ বার কাউন্সিল।

তিনি বলেন, ‘খন্দকার মাহবুবসহ সিনিয়র আইনজীবীদের মিথ্যা ও হয়রানিমূলকভাবে গ্রেফতার করে গণতন্ত্রের পথকে রুদ্ধ করে দিয়ে সরকার একদলীয় শাসন ব্যবস্থার দিকে এগিয়ে যাচ্ছে।’

‘ন্যায়বিচার, আইনের শাসন, ও মৌলিক অধিকার ভূলুণ্ঠিত করে সরকার দূরভিসন্ধিমূলক পথের দিকে অগ্রসর হচ্ছে’- এমন মন্তব্য করে মোহাম্মদ আলী বলেন, ‘মাহবুব হোসেন এসবের প্রতিবাদ করেছেন বলে সরকার তাকে গ্রেফতার করেছে।’

বাংলাদেশের সব আইনজীবী সমাজ উৎকণ্ঠিত উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছি।’

সংবাদ সম্মেলনে বার কাউন্সিলের ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান মো. সানাউল্লাহ মিয়া, হিউম্যান রাইটস অ্যান্ড লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান গোলাম মোস্তফা খান, খন্দকার মাহবুব হোসেনের স্ত্রী অ্যাডভোকেট ফারহাদ হোসেন প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

(দ্য রিপোর্ট/এসএ/এমসি/শাহ/জানুয়ারি ৮, ২০১৪)