যশোরে অস্ত্র-গুলিসহ জামায়াত নেতা আটক
যশোর সংবাদদাতা : যশোর কোতোয়ালি পুলিশ বুধবার তৌহিদুর রহমান বাচ্চু নামে এক জামায়াত নেতাকে অস্ত্র ও গুলিসহ আটক করেছে।
বাচ্চু যশোর শহর জামায়াতের রোকন। তার বাড়ি জেলা সদরের পদ্মবিলা গ্রামে।
থানা সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৮টার দিকে পদ্মবিলা এলাকায় পুলিশের টহল দেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন তৌহিদুর রহমান। এ সময় তাকে ধাওয়া দিয়ে আটক করা হয়। তার কাছ থেকে একটি ওয়ান শুটার গান দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
(দ্য রিপোর্ট/জেএম/এনডিএস/এএল/জানুয়ারি ৮,২০১৪)