দ্য রিপোর্ট ডেস্ক : পূর্ব এশিয়ায় সামরিক ভারসাম্য রক্ষার অংশ হিসেবে দক্ষিণ কোরিয়ায় আরও ৮০০ সেনা ও ৪০টি ট্যাঙ্ক পাঠানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ইয়ন বিয়ুং সের সঙ্গে এক বৈঠকে এ ঘোষণা দেন।

এ সময় জন কেরি বলেন, ‘যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সম্পর্ক খুবই দৃঢ়। আমাদের মধ্যে কোনো মতপার্থক্য নেই। উত্তর কোরিয়ার বিতর্কিত পরমাণু ও ব্যালাস্টিক মিসাইল কর্মসূচির বিস্তার রোধেও যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ার সঙ্গে একমত।'

পেন্টাগনের এক মুখপাত্র জানান, ফেব্রুয়ারির ১ তারিখ থেকে এ সব সেনা মোতায়েন করা শুরু হবে। এ সব সেনা ৯ মাস দক্ষিণ কোরিয়ায় অবস্থান করবে। তবে ট্যাঙ্কগুলো দক্ষিণ কোরিয়ায় অবস্থানরত মার্কিন সেনারা ব্যবহার করবে বলে জানিয়েছেন তিনি।

উত্তর কোরিয়ার সম্ভাব্য আগ্রাসন মোকাবেলার লক্ষ্যে দক্ষিণ কোরিয়ায় যুক্তরাষ্ট্রের সাড়ে ২৮ হাজার সেনা আছে। সূত্র : এপি, রয়টার্স।

(দ্য রিপোর্ট/কেএন/জেএম/শাহ/জানুয়ারি ৮, ২০১৪)