বাগেরহাট সংবাদদাতা : বাগেরহাটের মোরেলগঞ্জে থানা ভবনের পাশের একটি সবজি ক্ষেত থেকে এক নবজাতকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

মোরেলগঞ্জ থানা পুলিশ বুধবার বেলা সোয়া ১১টার দিকে মৃতদেহটি উদ্ধার করে।

স্থানীয়রা জানান, সকালে থানার পাশের একটি সবজি ক্ষেতে নবজাতকের মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় তারা। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক জানান, ঘটনাস্থল থেকে পুলিশ নবজাতক কন্যা সন্তানটির লাশ উদ্ধার করেছে। অবৈধ গর্ভপাতের পর কেউ নবজাতকটিকে ফেলে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বলেও জানান তিনি।

(দ্য রিপোর্ট/এএস/এনডিএস/এএল/জানুয়ারি ৮, ২০১৪)