উত্তর কোরিয়ার জাতীয় নির্বাচন মার্চে
দ্য রিপোর্ট ডেস্ক : চলতি বছরের মার্চের ৯ তারিখে উত্তর কোরিয়ার জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।
উত্তর কোরিয়ায় সাধারণত প্রতি পাঁচবছর পর জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। এবার ২০১১ সালে প্রয়াত কিম জং ইলের মৃত্যুর পর প্রথমবারের মতো নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
তবে এ নির্বাচন শুধুই লোক দেখানো আনুষ্ঠানিকতা। কারণ নির্বাচনের প্রার্থীরা সবাই ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির বলে ধারণা করা হয়।
কিম জং উনের ফুফার ফাঁসির পর এ নির্বাচনের মাধ্যমে দেশটির শীর্ষ পর্যায়ের নেতাদের মধ্যে পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। গত মাসে কিম তার ফুফাকে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে ফাঁসি দেন।
বয়স্ক সংসদ সদস্যদের সরিয়ে কম বয়সী ও কিমের প্রতি অনুগতদের সুযোগ করে দিতেই এ নির্বাচনের ঘোষণা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিশ্লেষকরা। সূত্র : এপি।
(দ্য রিপোর্ট/কেএন/জেএম/শাহ/জানুয়ারি ৮, ২০১৪)